West Bengal

2 hours ago

A fish sell in 30 thousand: রায়মঙ্গল নদীতে ধরা পড়ল ৭৫ কেজি ওজনের শঙ্কর মাছ! বিক্রি ৩০ হাজারে

75-kilogram Shankar fish
75-kilogram Shankar fish

 

বসিরহাট, ১২ ফেব্রুয়ারি : মৎস্যজীবীর জালে ধরা পড়ল ৭৫ কিলোগ্রাম ওজনের শঙ্কর মাছ! বুধবার উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের রায়মঙ্গল নদী থেকে ধরা পড়েছে মাছটি। মৎস্যজীবী প্রদীপ হালদারের জালে ধরা পড়ে এই বিশাল আকারের শঙ্কর মাছ। গত তিনদিন আগেও একটি বড় শঙ্কর মাছ ধরা পড়েছিল রায়মঙ্গল নদী থেকে। কিন্তু এদিনের মাছটির মতো ছিল না সেটি। এই ধরনের মাছ দেখে সকলেই হতবাক। মৎস্যজীবী প্রদীপ হালদার শঙ্কর মাছটি নিয়ে গিয়েছিলেন বাঁকড়া মৎস্য বাজারে। সেখানে মাছটিকে দেখতে রীতিমতো ভিড় জমে যায়। ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে শঙ্কর মাছটি।

You might also like!