কলকাতা, ৪ ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গের মতো দিল্লির জনতাও পরিবর্তন চায়। দাবি করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। মঙ্গলবার অগ্নিমিত্রা পল বলেছেন, "দিল্লিবাসীও বাংলার জনতার মতোই পরিবর্তন চায়। দিল্লির জনগণ অরবিন্দ কেজরিওয়াল ও এএপি–কে বুঝেছে, পরীক্ষা করেছে এবং প্রত্যাখ্যান করেছে।" অগ্নিমিত্রা পল আরও বলেছেন, "অরবিন্দ কেজরিওয়ালের দুর্নীতি প্রকাশ্যে এসেছে, জনগণ সুশাসন এবং স্বচ্ছ সরকার চায় যা শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারই দিতে পারে।"
কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকেও আক্রমণ করেছে অগ্নিমিত্রা পল। তাঁর কথায়, "রাহুল গান্ধী নিজের বক্তৃতায় (লোকসভায় গতকাল) চিন শব্দটি প্রায় ৩৬ বার উল্লেখ করেছেন। তিনি যা বলছেন তা তথ্য ছাড়াই। এটা মিথ্যা...২০০৭-২০০৮ সালের মধ্যে চিনা কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তিটি কী ছিল? কংগ্রেস ভারতের জনগণের কাছ থেকে অনেক কিছু লুকিয়ে রেখেছে।"