Country

6 hours ago

Sanjay Singh:বিজেপি সবসময় অন্য দল ভাঙতে বিশ্বাস করে : সঞ্জয় সিং

Sanjay Singh
Sanjay Singh

 

নয়াদিল্লি : ভারতীয় জনতা পার্টির তীব্র সমালোচনা করলেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। তাঁর কথায়, বিজেপি সবসময় অন্য দল ভাঙতে বিশ্বাস করে।  সঞ্জয় সিং বলেছেন, বিজেপি দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল। বিজেপি সবসময় অন্য দল ভাঙতে বিশ্বাস করে, মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশে বিজেপি সরকার পতন করেছে।

সঞ্জয় সিং আরও বলেছেন, আমরা কি তাঁদের কাছ থেকে একটি সার্টিফিকেট চাই, যে তাঁরা অসৎ নয়। আমরা এই বিষয়ে অভিযোগ করেছি এবং তদন্ত দাবি করেছি। আমাদের অভিযোগের পর দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা দিল্লি এলজির কাছে গিয়ে এসিকে চিঠি দিয়েছেন। আমি অভিযোগ করতে এসেছি এবং তদন্ত চাই।

You might also like!