Game

2 days ago

LaLiga: রিয়াল ও আতলেতিকোকে টপকে শীর্ষস্থানে উঠে এল বার্সেলোনা

LaLiga (Symbolic picture)
LaLiga (Symbolic picture)

 

বার্সেলোনা, ১৮ ফেব্রুয়ারি : অলিম্পিক স্টেডিয়ামে সোমবার রাতে লা লিগার ম্যাচটি ১-০ গোলে জিতেছে বার্সেলোনা রায়ো ভাইয়েকানোকের বিরুদ্ধে। প্রথমার্ধে পেনাল্টি থেকে রবের্ত লেভানদোভস্কির গোল গড়ে দিয়েছে ব্যবধান। আর সেই সঙ্গে আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে লিগ টেবিলের শীর্ষে উঠে এল হান্সি ফ্লিকের দল। গত সপ্তাহে রিয়াল ও আতলেতিকো তাদের ম্যাচে পয়েন্ট হারানোয় বার্সেলোনার সামনে সুযোগ এসেছিল শীর্ষে ওঠার। আর সেই সুযোগটা তারা কাজে লাগাল রায়ো ভাইয়েকানোকে হারিয়ে।

এই জয়ে ২৪ ম্যাচে ১৬ জয় ও ৩ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হল ৫১। আর সমান ম্যাচে রিয়ালেরও ৫১ পয়েন্ট। শিরোপাধারীদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শীর্ষে কাতালান দলটি। রিয়ালের মতো এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছে আতলেতিকো। তাদের পয়েন্ট ৫০। ম্যাচের ২৮ মিনিটে সফল স্পট-কিকে বার্সেলোনাকে এগিয়ে দেন লেভানদোভস্কি। ভাইয়েকানোর বক্সে বার্সেলোনার ডিফেন্ডার ইনিগো মার্তিনেস ফাউল করলে পেনাল্টি দেন রেফারি।

You might also like!