ম্যানচেস্টার, ১৭ ফেব্রুয়ারি : টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে রবিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে টটেনহ্যাম| জয়ের নায়ক জেমস ম্যাডিসন। ১৩ মিনিটে বক্সের ভেতর থেকে লুকাস বার্গভালের শট গোলরক্ষক আন্দ্রে ওনানা ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি, কাছ থেকে বল জালে পাঠান ম্যাডিসন। সেই সঙ্গে এই মরসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৩ বারের দেখায় সবকটিতে জিতল টটেনহ্যাম হটস্পার।
খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ইউনাইটেড| তারা টানা দুটি ম্যাচ–সহ লিগে সবশেষ ১২ ম্যাচের ৮টিতেই পেল হারের স্বাদ (৩ জয়, ১ ড্র)। আর এদিন টটেনহ্যাম জিতলেও তাদেরও সময়টা ভালো যাচ্ছে না। এই জয়ের আগে লিগে গত ১১ রাউন্ডের ৮টিতে হেরেছে তারা। ২৫ ম্যাচে ৯ জয় ও ৩ ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে উঠে এসেছে টটেনহ্যাম। আর সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে নেমে গেছে ইউনাইটেড।