Game

2 days ago

Arsenal was punished: শাস্তি পেল আর্সেনাল

Arsenal was punished
Arsenal was punished

 

লন্ডন, ১৮ ফেব্রুয়ারি  : ২৫ জানুয়ারি প্রিমিয়ার লিগের ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে আর্সেনালের মাইলস লুইস-স্কেলির লাল কার্ডের ঘটনার পর খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ার জন্য শাস্তি পেল আর্সেনাল। প্রিমিয়ার লিগের ক্লাবটিকে ৬৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। সেই ম্যাচে দলের খেলোয়াড়দের মাঠে খারাপ আচরনের জন্য আর্সেনালকে অভিযুক্ত করেছিল ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। একটি স্বাধীন কমিশন আর্সেনালকে জরিমানা করেছে বলে সোমবার বিবৃতি দিয়ে জানিয়েছে এফএ। ক্লাবটি পরবর্তীতে অবশ্য অভিযোগ স্বীকার করেছে বলেও জানানো হয়েছে।

You might also like!