কলকাতা, ২০ ফেব্রুয়ারি : প্রায় ২৯ বছর পর আইসিসি–র বৈশ্বিক কোনও টুর্নামেন্ট হিসেবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হচ্ছে পাকিস্তানে। এটা পাকিস্তানের জন্য একটা সুখবরই। তবে টুর্নামেন্টের সূচনাতে পাকিস্তান দল সুখবর দিতে পারলো না দেশবাসীকে। উদ্বোধনী ম্যাচে বুধবার রাতে নিউজিল্যান্ডের কাছে হেরে গেছে ৬০ রানে।
এর ফলে চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে অজেয় থেকে গেল নিউজিল্যান্ড। এর আগে তিনবার পাকিস্তান মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ডের, কিন্তু জিততে পারেনি একবারও। হারের সেই ধারা বজায় থাকল এবারের চ্যাম্পিয়নস ট্রফিতেও। কয়েক দিন আগেই পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজেও পাকিস্তানকে হারিয়েছিল নিউজিল্যান্ড। এই হারে এখন কঠিন সমস্যার মুখে পড়ে গেল পাক শিবির। আর একদিন বাদেই ভারত-পাক মহারণ। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এই ম্যাচ স্বাগতিকদের কাছে ডু অর ডাই ম্যাচ হয়ে দাঁড়াচ্ছে। হারলেই তাদের বিদায় নিতে হবে।
বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের বোলিং পারফরমেন্স নিঃসন্দেহে চিন্তার ভাঁজ ফেলেছে সমর্থকদের কপালে। শাহীন আফ্রিদি ১০ ওভারে খরচ করেছেন ৬৮ রান। নাসির শাহ ২টো উইকেট পেলেও খরচ করেছেন ৬৩ রান। হারিশ রউফ প্রত্যাবর্তন ম্যাচে রান দিয়েছেন ৮.৩০ ইকোনমি রেটে। মন্দের ভালো একমাত্র আবরার আহমেদ। তিনি ১০ ওভারে ৪৭ রান খরচ করেছেন নিয়েছেন একটি উইকেট।
আর একদিন বাদেই ভারত ম্যাচ। দ্রুত বোলিং বিভাগের ভুলচুক শুধরে নিতে না পারলেই বিপদে পড়তে হবে রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়াদের মত বিগ হিটারদের কাছে। গত বছর টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। আগামী রবিবার যদি প্রথম ম্যাচের পারফরম্যান্স পাকিস্তান বজায় রাখে তাহলে গ্রুপ পর্ব থেকে এবারও বিদায় নিতে হবে বাবর আজমদের।