লন্ডন, ২০ ফেব্রুয়ারি : অ্যাস্টন ভিলার মাঠে বুধবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। মুখোমুখি হয়েছিল লিভারপুল ও অ্যাস্টন ভিলা। ম্যাচের ২৯ মিনিটে মোহামেদ সালাহ লিভারপুলকে এগিয়ে দেন। এবারের লিগে মিশরের এই স্ট্রাইকারের গোল হয়ে গেল ২৪টি। তার চেয়ে ৫টি কম গোল করে গোলদাতার তালিকায় দুইয়ে আছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড। এরপর ৩৭ ও ৪৪ মিনিটে অ্যাস্টন ভিলার হয়ে ইউরি টিয়েলেমান্স ও ওলি ওয়াটকিন্সের নৈপুণ্যে ২-১এ এগিয়ে যায় অ্যাস্টন ভিলা।
দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার আর্নল্ডের গোলে একটি পয়েন্ট পায় লিভারপুল। এই নিয়ে লিগে তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় পেল না লিভারপুল।২৬ ম্যাচে ১৮ জয় ও ৭ ড্রয়ে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে তারা ৮ পয়েন্ট এগিয়ে। তবে মিকেল আর্তেতার দল একটি ম্যাচ কম খেলেছে। আর ২৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে ভিলা।