মালদা, ১২ ফেব্রুয়ারি : মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড় থেকে মাদক-সহ এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে ইংলিশবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিভিন্ন বাসে তল্লাশি শুরু করে। তল্লাশি চালিয়ে ওই মহিলার ব্যাগ থেকে মাদক উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। মাদক উদ্ধার হওয়ার ঘটনায় ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। সে ওই মাদক কোথাও নিয়ে যাচ্ছিল, মহিলার নাম কি, সব কিছু জানার চেষ্টা করছে পুলিশ।