kolkata

2 hours ago

Mamata Banerjee: পুজোর সময় এলাকায় থাকুন,শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন –মন্ত্রীদের নির্দেশ মমতার!

CM Mamata Banerjee
CM Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুজোর সময় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে মন্ত্রীদের নিজ নিজ এলাকায় থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে পুজোর আগে শেষ মন্ত্রিসভার বৈঠকে তিনি স্পষ্ট জানিয়েছেন, কেউ যেন কোনো প্ররোচনায় লিপ্ত না হন। উৎসবের মরশুমে শান্তি রক্ষা করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সতর্কভাবে অনুষ্ঠান পালন করতে হবে। 

নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, কোনওভাবেই যাতে গন্ডগোল না হয়, তার দিকে কড়া নজর রাখতে হবে। স্থানীয় জনপ্রতিনিধিদেরও এবিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি পুজোর সময় গরিব মানুষদের পাশে দাঁড়ানোরও বার্তা এদিন মন্ত্রীদের দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানান, শুধু দলের টাকায় নয়, নিজের সঞ্চয় থেকেও গরিব মানুষদের পুজোর সময় সাহায্য করতে হবে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে হবে। একাজে সকলকে এগিয়ে আসতে বলেন তিনি। 

এখন মহালয়ার সময় থেকেই পুজোর সূচনা হয়ে যায়। সেদিক থেকে কলকাতার পাশাপাশি জেলাতেও এখন চলছে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। এমন আবহে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক থেকে দলের মন্ত্রী, বিধায়কদের কী করতে হবে তা জানিয়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন, শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে সকলকে উৎসবে অংশগ্রহণ করতে হবে। একই সঙ্গে দলীয় নেতাদের যে কোনও বিষয়ে হঠাৎ বা অযথা মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি। মন্ত্রীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সরকার এবং দলের অংশ তাই মন্তব্য করার আগে পরিস্থিতি ও প্রভাব ভালোভাবে বুঝে মন্তব্য করতে হবে। 

You might also like!