কলকাতা, ১৪ ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গে তাপমাত্রার ওঠানামা অব্যাহত, মহানগরী কলকাতায় শুক্রবার ফের নামল তাপমাত্রা। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এদিন নেমেছে তাপমাত্রা। তাপমাত্রা নামতেই মৃদু ঠান্ডাও অনুভূত হয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, তাপমাত্রার এই পতন সাময়িকই। খুব শীঘ্রই ফের বাড়বে তাপমাত্রা। আপাতত দক্ষিণবঙ্গের সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে। যাইহোক, শুক্রবার তাপমাত্রা নামতেই জেলায় জেলায় হালকা ঠান্ডা অনুভুত হয়েছে।