Game

13 hours ago

1st Time Since 1974: ৩৩ বছরে অভিষেক, ইতিহাসের পাতায় বরুণ

Varun Chakravarthy
Varun Chakravarthy

 

কটক, ১০ ফেব্রুয়ারি  : রবিবার কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে'তে ৩৩ বছর বয়সে ওয়ানডে'তে অভিষেক ঘটিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন বরুণ।ভারতের উইকেট কিপার ফারুক ইঞ্জিনিয়ারের পর ভারতের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেক হল তাঁর। বরুণের বয়স হয়েছে ৩৩ বছর ১৬৪ দিন। ১৯৭৪ সালে ইঞ্জিনিয়ারের একদিনের ম্যাচে অভিষেক হয়েছিল ৩৬ বছর ১৩৮ দিন বয়সে। এই বোলার রবিবার ১০ ওভার বোলিং করে ৫৪ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট।


You might also like!