Game

12 hours ago

LaLiga: সেভিয়াকে হারিয়ে আতলেতিকোর সঙ্গে ব্যবধান কমাল বার্সা

Raphinha
Raphinha

 

বার্সেলোনা, ১০ ফেব্রুয়ারি : সেভিয়ার মাঠে রবিবার রাতে লা লিগার ম্যাচে রিয়াল-আতলেতিকোর বিরুদ্ধে ৪-১ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল বার্সেলোনা। এই জয়ে লিগ টেবিলের শীর্ষ দুই দলের সঙ্গে ব্যবধান কমাল বার্সেলোনা। ম্যাচের শুরুতেই দুই দল একটি করে গোল দেয়। ৭ মিনিটে ইনিগো মার্তিনেসের হেড পাস থেকে বল পেয়ে গোল করেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। এবারের লা লিগার সর্বোচ্চ স্কোরার লেভানদোভস্কির গোল হল ২২ ম্যাচে ১৯টি, দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপের চেয়ে ৩টি বেশি। তবে পরের মিনিটেই সমতায় ফেরে স্বাগতিকরা। সতীর্থের লম্বা করে বাড়ানো পাস থেকে গোল করেন ভার্গাস। প্রথমার্ধ শেষ হয় ১-১ এ।

দ্বিতীয়ার্ধে ৪৬ মিনিটে গাভির বদলি নেমে ফের্মিন লোপেজ গোল করেন। পেদ্রির ক্রসে লাফিয়ে হেডে গোল করেন তিনি। এরপর ৯ মিনিট বাদে চমৎকার গোলে ব্যবধান বাড়ান রাফিনিয়া। কুবার্সির পাস পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে এই ব্রাজিলিয়ান গোল করেন। ম্যাচের ৬২ মিনিটে সেভিয়ার জিব্রিলকে ফাউল করে লাল কার্ড দেখে ফের্মিন লোপেজ মাঠ ছাড়েন। বার্সা হয়ে যায় ১০ জনের দল। ১০ জনের বার্সেলোনাকে পেয়েও কোনও গোল করতে পারেনি সেভিয়া। উল্টো ৮৯ মিনিটে আরও এক গোল খায় সেভিয়া। বার্সার চতুর্থ গোলটি করেন এরিক গার্সিয়া।২৩ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ দুইয়ে, ৫০ পয়েন্ট নিয়ে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ আছে সবার উপরে। আর সেভিয়া ২৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে।


You might also like!