নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি : জেলে যাওয়ার জন্য কেজরিওয়ালের প্রস্তুত থাকা উচিত। কটাক্ষ করে বললেন কংগ্রেস নেত্রী অলকা লাম্বা। এএপি -র জাতীয় আহ্বায়ক এবং নতুন দিল্লি বিধানসভা আসনের প্রার্থী অরবিন্দ কেজরিওয়ালের বিবৃতি প্রসঙ্গে কালকাজি বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা বলেছেন, "অরবিন্দ কেজরিওয়ালের জেলে যাওয়ার প্রস্তুতি নেওয়া উচিত। তিনি জেলে গিয়েছিলেন, এখন জামিনে আছেন, জেলে ফিরে যাবেন। তিনি (অরবিন্দ কেজরিওয়াল) নতুন দিল্লি থেকে নির্বাচনে হেরে যাচ্ছেন।"
উল্লেখ্য, দিল্লিতে বুধবার বিধানসভা নির্বাচন। ভোটের এদিন আগে, মঙ্গলবার অরবিন্দ কেজরিওয়াল তাঁর পরিবারের সঙ্গে কনট প্লেসের প্রাচীন হনুমান মন্দিরে যান এবং সেখানে পূজার্চনা করেন। কেজরিওয়ালের সঙ্গে মন্দিরে পুজো দেন তাঁর স্ত্রীও।