Tripura

4 hours ago

Dr. Manik Saha: বিরোধীদের কাজই হচ্ছে বিরোধীতা করা : মুখ্যমন্ত্রী

Dr. Manik Saha
Dr. Manik Saha

 

আগরতলা  : পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে ২৮০৬ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে৷ স্থানীয় স্বামী বিবেকানন্দ ময়দানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রার্থীদের এই নিয়োগপত্র দেওয়া হয়েছে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার সকল সদস্য এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা৷

নিয়োগপত্র বিতরণ করার পর মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেন, বিরোধীদের কাজই হচ্ছে বিরোধীতা করা৷ ত্রিপুরায় এত সংখ্যায় লোকের কর্মসংস্থান এবং পাশাপাশি সরকারি চাকরি দুটোই একসাথে হচ্ছে৷ তাছাড়া স্কিল ডেভলাপমেন্টের মাধ্যমে কর্মসংস্থান হচ্ছে, সমবায়ের মাধ্যমে এবং স্বসহায়ক গ্রুপের মাধ্যমে কর্মসংস্থান হচ্ছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চাইছেন সবার জন্য কর্মসংস্থান প্রয়োজন৷ তাই আমরাও সেইভাবেই কাজ করছি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা৷

প্রসঙ্গত, জেআরবিটি পরিচালিত মাল্টি টাস্কিং স্টাফ পদে মনোনীত প্রার্থী সহ স্বাস্থ্য দপ্তরের ফার্মাসিস্ট (অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি ও আয়ুর্বেদ), ল্যাব টেকনেশিয়ান পদেও এদিন নিয়োগপ্রত্র দেওয়া হয়েছে।

You might also like!