Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Tripura

5 months ago

Dr. Manik Saha: বিরোধীদের কাজই হচ্ছে বিরোধীতা করা : মুখ্যমন্ত্রী

Dr. Manik Saha
Dr. Manik Saha

 

আগরতলা  : পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে ২৮০৬ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে৷ স্থানীয় স্বামী বিবেকানন্দ ময়দানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রার্থীদের এই নিয়োগপত্র দেওয়া হয়েছে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার সকল সদস্য এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা৷

নিয়োগপত্র বিতরণ করার পর মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেন, বিরোধীদের কাজই হচ্ছে বিরোধীতা করা৷ ত্রিপুরায় এত সংখ্যায় লোকের কর্মসংস্থান এবং পাশাপাশি সরকারি চাকরি দুটোই একসাথে হচ্ছে৷ তাছাড়া স্কিল ডেভলাপমেন্টের মাধ্যমে কর্মসংস্থান হচ্ছে, সমবায়ের মাধ্যমে এবং স্বসহায়ক গ্রুপের মাধ্যমে কর্মসংস্থান হচ্ছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চাইছেন সবার জন্য কর্মসংস্থান প্রয়োজন৷ তাই আমরাও সেইভাবেই কাজ করছি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা৷

প্রসঙ্গত, জেআরবিটি পরিচালিত মাল্টি টাস্কিং স্টাফ পদে মনোনীত প্রার্থী সহ স্বাস্থ্য দপ্তরের ফার্মাসিস্ট (অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি ও আয়ুর্বেদ), ল্যাব টেকনেশিয়ান পদেও এদিন নিয়োগপ্রত্র দেওয়া হয়েছে।

You might also like!