Game

1 day ago

FA Cup 2024-25: এফএ কাপ থেকে চেলসির বিদায়

Chelsea F.C.
Chelsea F.C.

 

লন্ডন, ৯ ফেব্রুয়ারি :এফএ কাপ থেকেও বিদায় নিতে হল চেলসিকে। চতুর্থ রাউন্ডের ম্যাচে ব্রাইটনের কাছে হেরে গেছে এনজো মারেস্কার দল।

শনিবার রাতে ফালমার স্টেডিয়ামে ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরে এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছে চেলসি।

ব্রাইটনের পক্ষে দুই অর্ধে দুটি গোল করেন জর্গিনহো রুট্টার এবং কাউরো মিতোমা। চেলসির গোলটি আত্মঘাতী। ব্রাইটনের বার্ট ভারব্রুগেন আত্মঘাতী গোলটি করেন।

ম্যাচে ব্রাইটিন ৬টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে পারলেও চেলসি ৭টি শটের মাত্র ১টি লক্ষ্যে রাখতে পেরেছে।

এই জয়ে টানা তৃতীয়বারের মতো ব্রাইটন এফএ কাপের পঞ্চম রাউন্ডে গেল। চেলসি শেষ তিন আসরে এই নিয়ে দ্বিতীয়বার পঞ্চম রাউন্ডের আগেই বিদায় নিল।


You might also like!