Country

2 hours ago

Rahul Gandhi: ভোট দিলেন রাহুল গান্ধী, দিল্লিতে পরিবর্তন নিয়ে আশাবাদী জয়শঙ্কর

Jaishankar And  Rahul Gandhi
Jaishankar And Rahul Gandhi

 

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি : দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বুধবার সকালে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিজের ভোট দিতে নির্মান ভবনের ভোট কেন্দ্রে যান, সেখানে ভোট দেওয়ার পর ফিরে যান তিনি। একই সঙ্গে দিল্লিবাসীকে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বানও জানালেন রাহুল।

সকাল সকাল ভোট দিয়েছেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। ডঃ এস জয়শঙ্কর এবং তাঁর স্ত্রী কিয়োকো জয়শঙ্কর তুঘলক ক্রিসেন্টের এনডিএমসি স্কুল অফ সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ-এর একটি ভোট কেন্দ্রে নিজেদের ভোট দিয়েছেন। দিল্লিতে পরিবর্তন নিয়ে আশাবাদী জয়শঙ্কর বলেছেন, "আমি সকাল সকাল ভোট দিলাম। আমার মনে হয়, জনগণ পরিবর্তনের মেজাজে আছে।"

You might also like!