নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি : রাজধানী দিল্লিতে শুরু হল বিধানসভা নির্বাচনের ভোটগণনা। ভোট গণনার জন্য দিল্লির ১১টি জেলায় ১৯টি গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও আঁটোসাঁটো করা হয়েছে। এই মুহূর্তে উদ্বেগ ও উৎকন্ঠায় রয়েছে বিজেপি, আম আদমি পার্টি ও কংগ্রেস। দিল্লিতে মোট বিধানসভা আসনের সংখ্যা ৭০। ম্যাজিক ফিগার ৩৬, অর্থাৎ ৭০-এ ৩৬ পেলেই সরকার গঠন। প্রাথমিক প্রবণতা অনুযায়ী, ৬টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং আম আদমি পার্টি দু'টি আসনে এগিয়ে রয়েছে।
শনিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগণনা, সন্ধ্যা ৬টার মধ্যেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। মোট ৬৯৯ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হয়েছে গত ৫ ফেব্রুয়ারি, ৬৯৯ জনের মধ্যে ৬০৩ জন পুরুষ এবং ৯৬ জন মহিলা। এর আগে ২০২০ সালের নির্বাচনে আম আদমি পার্টি ৭০টি আসনের মধ্যে ৬২টি আসন জিতে উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, যেখানে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বাকি আটটি আসন পেয়েছে। ওই নির্বাচনে কংগ্রেস কোনও আসন পায়নি।