Country

17 hours ago

Mild earthquake hits Kullu in Himachal Pradesh: হিমাচলের কুল্লুতে মৃদু তীব্রতার ভূমিকম্প, কম্পাঙ্ক ৩.৪

Mild earthquake hits Kullu in Himachal Pradesh
Mild earthquake hits Kullu in Himachal Pradesh

 

শিমলা, ৩ ফেব্রুয়ারি : মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশের কুল্লু। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৪। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, সোমবার সকালে ৬.৫০ মিনিট নাগাদ কুল্লুতে ৩.৪ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ৩১.৭৫ অক্ষাংশ, ৭৭.৪৯ দ্রাঘিমাংশ।

উত্তরাখণ্ডের দেহরাদূন থেকে ১৬৮ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে, পঞ্জাবের জলন্ধর থেকে ১৮৭ কিলোমিটার পূর্ব ও উত্তর-পূর্বে, উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে ২০০ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

You might also like!