Country

16 hours ago

Brinda Karat: বাজেট মোদী সরকারের বিশ্বাসঘাতকতার বক্তব্য ছাড়া আর কিছুই নয় : বৃন্দা কারাট

Brinda Karat
Brinda Karat

 

বিজওয়াড়া, ৩ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করলেন সিপিআই (এম) নেত্রী বৃন্দা কারাট। তাঁর মতে, বাজেট মোদী সরকারের বিশ্বাসঘাতকতার বক্তব্য ছাড়া আর কিছুই নয়। সোমবার বিজওয়াড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৃন্দা কারাট বলেছেন, খাদ্য ভর্তুকি কম ব্যয় করা হয়েছে। এই সরকার গরীবদের জন্য ব্যয় করার চেয়ে ধনীদের ছাড় দিতে পছন্দ করেছে। বৃন্দা কারাট আরও বলেছেন, "এমন সময়ে যখন ভারত বিশ্বের অন্যতম অসম দেশ, এই সরকার ধনীদের কর দিতে অস্বীকার করেছে।"

You might also like!