কলকাতা, ২১ ফেব্রুয়ারি : একুশে ফেব্রুয়ারির এই বিশেষ দিনে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলার শুনানি চলল বাংলাতেই। সব মামলার ক্ষেত্রে নয়, বিচারপতি বিশ্বজিৎ বসু বাংলা ভাষা ব্যবহারের মাধ্যমে মামলা শুনলেন৷ তিনি নিজের মাতৃভাষাকে শ্রদ্ধা জানাতে একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষায় শুনানি করতে চান বলে বৃহস্পতিবারই একটি মামলার শুনানির সময় জানিয়েছিলেন৷ সেই মতোই আজ বাংলায় শুনানি প্রক্রিয়া চালান তিনি।
কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এদিন অধিকাংশ মামলাই বাংলাতে শুনানি করেন। হাইকোর্টে মূলত জন্মলগ্ন থেকে ইংরেজিতেই শুনানি প্রক্রিয়ার সব কাজকর্ম চলে আসছে। শুধু কলকাতা হাইকোর্ট নয়, সুপ্রিম কোর্টেও ইংরেজিতেই শুনানি হয়। কিন্তু এবার ব্যতিক্রমী হলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মামলা শুনলেন ঝরঝরে বাংলায় ৷ যাঁরা বাংলা জানেন না তাঁদের বক্তব্য অবশ্য ইংরেজিতেই শুনছেন বিচারপতি বিশ্বজিৎ বসু ।
এর আগে, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও ঠিক একইরকম ভাবে বাংলা ভাষায় মামলার শুনানি করার কথা জানিয়েছিলেন। বলা যায়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পদাঙ্ক অনুসরণ করেই এবার বিচারপতি বসুও মাতৃভাষা দিবসে বাংলাতেই মামলার শুনানি করেন। বাদী পক্ষের আইনজীবী-সহ অন্যান্য সব পক্ষের আইনজীবী এদিন বাংলা ভাষাতেই তাঁদের আর্জি পেশ করেন এজলাসে।