Country

1 day ago

Uttarakhand Panchayat Polls: ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ে রাজ্যের ১২টি জেলায় ভোটগ্রহণ শুরু

Uttarakhand Panchayat Polls
Uttarakhand Panchayat Polls

 

দেহরাদুন, ২৪ জুলাই : রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ে ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। এই ধাপে রাজ্যের ১২টি জেলার ৪৯টি ব্লকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রায় ২৬ লক্ষ ভোটার এলাকার ১৭ হাজার ৮২৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন।

এদিন ভোটগ্রহণ ব্লকে ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনার সুশীল কুমার জানিয়েছেন, বুধবার সন্ধ্যা নাগাদ সমস্ত ভোটকর্মীরা তাদের গন্তব্যে পৌঁছেছেন এবং ভোটগ্রহণ কেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য প্রশাসন নিরাপত্তার বিষয়েও কঠোর ব্যবস্থা নিয়েছে। এবার পঞ্চায়েত নির্বাচন দুটি পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে ভোটগ্রহণ আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত হবে। ভোট গণনা ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হ

You might also like!