মুম্বই, ১৯ ফেব্রুয়ারি : প্রয়াত মিলিন্দ রেগে। মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক এবং প্রাক্তন নির্বাচক বুধবার সকালে নিজের বাড়িতে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। সুনীল গাওস্করের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মিলিন্দ। তাঁর মৃত্যুতে শোকাহত মুম্বই ক্রিকেট মহল।
মিলিন্দের মৃত্যুতে এমসিএ সভাপতি অজিঙ্ক নায়ক বলেছেন, “মিলিন্দ রেগে স্যরের প্রয়াণে গভীর ভাবে শোকাহত। মুম্বই ক্রিকেটের একজন সত্যিকারের তারকা ছিলেন।" মুম্বইয়ের সোনালি যুগের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন মিলিন্দ। অফস্পিনিং অলরাউন্ডার হিসাবে খেলতেন। ১৯৬৭-৬৮ থেকে ১৯৭৭-৭৮ পর্যন্ত টানা ৫২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন। ১২৬টি উইকেট নেওয়ার পাশাপাশি করেছিলেন ১৫৩২ রান। মুম্বই যে সময়ে টানা ১৩ বার রঞ্জি জিতেছিল, সেই সময়ের ক্রিকেটার হলেন মিলিন্দ।