ম্যানচেস্টার, ১৬ ফেব্রুয়ারি : ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-০ গোলে জিতেছে সিটি নিউক্যাসলের বিরুদ্ধে।মারমুশের ১৩ মিনিটের হ্যাটট্রিকে জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি। শেষ দিকে বদলি নেমে চতুর্থ গোলটি করেন জেমস ম্যাকাটি। আর নিউক্যাসলকে উড়িয়ে দিয়ে ছন্দে ফেরার আভাস দিল পেপ গুয়ার্দিওলার দল।
চলতি মরসুমে ফ্রাঙ্কফুর্টের হয়ে ২০টি গোল করা ২৬ বছর বয়সী মারমুশ সিটির জার্সিতে ৪ ম্যাচ গোলশূন্য থাকার পর, কেরিয়ারে প্রথম হ্যাটট্রিক করলেন।হ্যাট্রিকের শুরুটা ১৯ মিনিটে। ২৪ মিনিটেই হয় দ্বিগুণ। এরপর ৩৩ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এ মিশরীয় তারকা।২৫ ম্যাচে ১৩ জয় ও ৫ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ফিরেছে গত ৪ বারের চ্যাম্পিয়নরা। তবে শীর্ষস্থানের চেয়ে এখনও ১৩ পয়েন্টে পিছিয়ে সিটি।