kolkata

14 hours ago

Weather Forcast: শীতের আমেজ সাময়িকই, তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১০ ফেব্রুয়ারি : শীতের আমেজ থাকলেও, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, এছাড়াও ১১ ও ১২ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কুয়াশার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

সোমবার সকালেও হালকা শীতের আমেজ অনুভূত হয়েছে শহর ও শহরতলিতে, এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। তবে, এই শীতের আমেজ ২৪ ঘণ্টা পর থেকেই উধাও হয়ে যাবে। ২-৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। চলতি মাসের মাঝামাঝি থেকেই শীত বিদায় নিতে পারে পশ্চিমবঙ্গ থেকে।

You might also like!