West Bengal

11 hours ago

Anganwadi demands update:অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভের মুখে রাজ্যের প্রতিমন্ত্রী

Anganwadi demands update
Anganwadi demands update

 

গড়বেতা, ২৬ জুলাই : অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের ক্রেতা, সুরক্ষা ও উপভোক্তা দফতরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় সিডিপিও-র কাছে স্মারকলিপি দিতে গিয়েছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। সেই সময়ে বিডিও অফিস থেকে বেরচ্ছিলেন প্রতিমন্ত্রী। দেখা মাত্র তাঁকে ঘিরে ধরেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। চিৎকার করে বলতে শুরু করেন, ‘আমাদের বেতনটা বাড়িয়েও কেটে নিলেন!’ মন্ত্রী অবশ্য দাঁড়িয়ে থেকে সবার অভাব-অভিযোগ শোনেন

You might also like!