বার্তা ডিজিটাল ডেস্ক: বুধ তার গতিপথ পরিবর্তন করে শনির নিজস্ব রাশি কুম্ভতে প্রবেশ করেছে। বুধের রাশিচক্রের পরিবর্তন ১২টি রাশির ওপর বিরাট প্রভাব ফেলতে চলেছে, এমনই মত বিশেষজ্ঞদের। বুধের পরিবর্তনের ফলে ১২টি রাশির ওপর নানারকম প্রভাব ফেলতে পারে। বুধের গোচর শুভ হবে চার রাশির জন্য।
মিথুন রাশির ওপর শুভ প্রভাব ফেলবে বুধ। বুধ শনির মূল ত্রিভূজ রাশি কুম্ভ রাশিতে গমন করেছে। এর ফলে মিথুন রাশির নবম ঘরে অবস্থা করবে বুধ। এতে শুভ প্রভাব পড়বে মিথুনের ওপর। মানসিক শান্তি ও শারীরিক আরাম পেতে পারেন। দাম্পত্য সম্পর্কে সুখ আসবে।
মকর রাশি
মকর রাশির জাতক জাতিকার জন্য শুভ সময় বয়ে আনছে। কারণ বুধ মকরের রাশিচক্রের দ্বিতীয় ঘরে গমন করছে। এতে আর্থিক লাভ হবে। কর্মক্ষেত্রে অগ্রগতি হবে। চাকরির পাশাপাশি শিক্ষার্থীরা পরীক্ষা ও প্রতিযোগিতায় সফল হবেন।
কুম্ভ রাশি
বুধ রাশির অধিপতি কুম্ভ রাশি। এই রাশির যোগাযোগ ক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়বে। চাকরিতে হবে উন্নতি। দীর্ঘ অসুস্থতা থেকে মিলবে মুক্তি। তেমনই বৈবাহিত জীবন হবে সুখের। আর্থিক অবস্থা শক্তিশালী হবে।
মেষ রাশি
ভাগ্য খুলবে মেষ রাশির জাতক জাতিকার। বুধ দুপুর ১২.৫৮ মিনিটে মকর রাশি ত্যাগ করে কুম্ভে প্রবেশ করেছে। আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই রাশিতেই থাকবে। এর দ্বারা উপকৃত হবেন মেষ রাশির ছেলে মেয়েরা। ব্যবসার কাজে হবে উন্নতি। জীবনের সকল জটিলতা কেটে যাবে। এই কদিন ভাগ্য আপনার সঙ্গে থাকবে। শাস্ত্র মতে, ভালো সময় শুরু হচ্ছে মেষ রাশির।
সব মিলিয়ে কপাল খুলবে এই চার রাশির। বুধের গোচকে ভালো সময় শুরু হচ্ছে মেষ রাশির। কুম্ভে প্রবেশ করছে বুধে। যে কারণে আর্থিক উন্নতি থেকে শুরু করে কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। তেমনই দাম্পত্য সময় ভালো কাটবে এই সকল রাশির।