দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আইফোন গ্রাহকদের জন্য সুখবর। সম্প্রতি বাজারে এলো অ্যাপলের নয়া চমক। অ্যাপল কোম্পানির পক্ষ থেকে প্রকাশ্যে এসেছে iPhone 16e। iPhone 16 এসেছিল বাজারে কয়েক মাস আগেই। এবার তার থেকেও নতুন এবং সস্তার ভার্সন এলো ভারতে। iPhone 16-এর তুলনায় অনেক আপগ্রেডেড ডিজাইন এবং ফিচার্স যুক্ত iPhone 16e। এমনকি iPhone 16-র থেকেও ২০ হাজার টাকা সস্তা হয়ে গিয়েছে iPhone 16e।
সূত্রের খবর, iPhone 16e লঞ্চের সঙ্গে অ্যাপল বর্তমানে iPhone 16 –এর লাইনআপে মোট পাঁচটি মডেল কেনার বিকল্প অফার করছে। গ্রাহকরা iPhone16e ক্রয় করার ক্ষেত্রে দুই ধরনের রঙের বিকল্পের সুবিধা পাবেন। প্রথমটি সাদা ও দ্বিতীয়টি কালো। এছাড়াও এটিকে মোট তিন ধরনের স্টোরেজের
বিকল্পের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে 128GB, 256GB এবং 512GB স্টোরেজের বিকল্প রয়েছে। স্মার্টফোনটিতে একটি A18 চিপ প্রদান করা হয়েছে। সুরক্ষার জন্য প্রদান করা হয়েছে ফেস আইডির ফিচার। রয়েছে একটি ৬.১ ইঞ্চি OLED ডিসপ্লে। ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্সের জন্য এটি IP68 রেটেড।
অর্থাৎ, iPhone 16e –এ গ্রাহকরা ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্সের সুবিধা পেতে চলেছেন।
* iPhone 16 এবং iPhone 16e মধ্যে দামের ফারাকঃ iPhone 16 -র ১২৮ জিবি মডেলের দাম যেখানে ৭৯৯০০ টাকা, iPhone 16e-র দাম পড়ছে একই ফিচার্সের জন্য ৫৯,৯০০ টাকা। iPhone 16-র ২৫৬ জিবি মডেলের দাম ৮৯,৯০০ টাকা, iPhone 16e'র ক্ষেত্রে সেই দাম রয়েছে ৬৯,৯০০
টাকা। ৫১২ জিবির iPhone 16 আপনি পাবেন ১ লাখ ৯ হাজার ৯০০ টাকায়, iPhone 16e আপনি পাবেন ৮৯,৯০০ টাকায়। অর্থাৎ দেখা যাচ্ছে যে iPhone 16-র থেকে iPhone 16e'র দাম প্রায় ২০ হাজার টাকা কম। iPhone 16e'র ফ্ল্যাগশিপ ৫১২ জিবির মডেলের দামও ৯০ হাজারের মধ্যে রয়েছে।
* বৈশিষ্ট্যযুক্ত ফিচার্স : ১) iPhone 16e-তে থাকছে মার্জিনালি ছোট আকারের ৬.১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে যাতে অ্যালুমিনিয়াম ফিনিশ রয়েছে এবং গ্লাস ব্যাক। এতে সুরক্ষার জন্য ফেস আইডি ব্যবহার করা হবে।তবে iPhone 16 -র থেকে এর ব্রাইটনেস লেভেল কিছুটা কম।
২) iPhone 16e-র ওজন রয়েছে ১৬৭ গ্রাম। সুতরাং কিছুটা হলেও এই ফোন ওজনে হাল্কা।
৩) iPhone সিরিজের অন্যান্য মডেলের মতো iPhone 16e মডেলেও অ্যাকশন বাটন রয়েছে।
৪) iPhone 16e মডেলে A18 চিপসেট রয়েছে, ৮ জিবি র্যাম রয়েছে।
৫)iPhone 16e মডেলে OIS সহ সিঙ্গল ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এবং ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে ফেসটাইম কলের সঙ্গে।
৬) এছাড়াও iPhone 16e মডেলে iOs 18 ভার্সনের সফটওয়্যার রয়েছে।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে,২০২৫ সালের ২১শে ফেব্রুয়ারি থেকে এই ফোনটি প্রি অর্ডার করার সুযোগ পাওয়া যাবে। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, আরব আমিরশাহী, জাপান সহ আরও একাধিক দেশে ২৮শে ফেব্রুয়ারি থেকে ফোনটির বিক্রি শুরু হবে। ইতিমধ্যেই ভারতের বাজারের জন্য অ্যাপলের পক্ষ থেকে
ফোনটির দাম ঘোষণা করা হয়েছে।