Breaking News
 
Giriraj Singh on Mamata Banerjee: :‘বিহার জিতছি, এবার বাংলা টার্গেট’, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের হুঙ্কার; পাল্টা মুখ খুলল তৃণমূলও Bihar Assembly ElectionLIVE UPDATE: ভোটের ফলে মুখ থুবড়ে পড়ল তেজস্বী যাদব! আরজেডির গড়েই পিছিয়ে লালুপুত্র, কংগ্রেসের ভরাডুবি Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে

 

Life Style News

1 hour ago

Vastu Tips: নিজের জীবনেই অশুভ শক্তি সঞ্চার করছেন! ৫টি ভুল কাজের জন্য সতর্কবার্তা বাস্তু টিপসের

Vastu Tips for happiness and prosperity
Vastu Tips for happiness and prosperity

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রচলিত ধারণা অনুযায়ী, বাস্তুশাস্ত্র (Vastu Shastra) কেবল ঘরের ভেতরের জিনিসপত্র সঠিকভাবে রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আমাদের দৈনন্দিন কাজগুলি কীভাবে করা উচিত, সেই বিষয়েও নির্দেশনা দেয়। বাস্তু বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের সাধারণ কিছু কাজ ভুলভাবে সম্পন্ন করলে জীবনে অশুভ শক্তির আগমন ঘটে। এর ফলস্বরূপ, পরিবারে অশান্তি, মানসিক শান্তির অভাব এবং আর্থিক ক্ষতির মতো সমস্যাগুলির ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। তাই, জীবনে শুভ শক্তি ধরে রাখতে বাস্তুশাস্ত্রের নির্দেশ মেনে চলা অত্যন্ত জরুরি।বাস্তুশাস্ত্র মতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটি কাজ কখনও করা উচিত নয়। বিশেষ করে বাড়ির মহিলারা যদি কিছু কাজ দাঁড়িয়ে করেন, তা নানা ক্ষতিকে আহ্বান জানায়। বিশেষ করে আর্থিক ক্ষতি এবং মানসিক শান্তির ব্যঘাত ঘটার সম্ভাবনা থাকে।

চুল আঁচড়ানো

বাস্তু মতে, মহিলাদের কখনও দাঁড়িয়ে চুল আঁচড়ানো উচিত নয়। এটি করলে আর্থিক ক্ষতি হয়। সুখ ও সমৃদ্ধি নষ্ট হতে পারে। বিবাহিত মহিলাদের স্বামীর জীবনে নানা সমস্যা হতে পারে। স্বাস্থ্য জনিত সমস্যা দেখা দিতে পারে। তাই কোথাও একটা বসে চুল আঁচড়ানো শুভ।

প্রণাম করার সময়

বাস্তুশাস্ত্র অনুসারে, দাঁড়িয়ে থাকা অবস্থায় বড়দের প্রণাম করা বা অভ্যর্থনা জানানো শুভ নয়। এই অভ্যাস অশুভ প্রভাব ফেলতে পারে। শাস্ত্র অনুসারে, গুরুজনদের প্রণাম করার সময় সর্বদা মাথা নত করুন। মাটিতে বসে প্রণাম করুন। গুরুজনদের আশীর্বাদ আপনাকে জীবনে উন্নতি করতে সাহায্য করবে।

প্রার্থনা করার সময়

বাস্তুশাস্ত্র অনুসারে, কখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে বা তাড়াহুড়ো করে ভগবানের কাছে কোনও প্রার্থনা করা উচিত নয়। এতে ঈশ্বরের প্রতি ভক্তি প্রতিফলিত হয় না। আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছোয় না। বাস্তুশাস্ত্র অনুসারে, প্রার্থনা করার সময় কখনও দাঁড়াবেন না। ভালো হয় হাঁটু গেড়ে বসে নিজের মনের কথা ভগবানকে জানালে। আরতির সময় উঠে দাঁড়াতে পারেন।

পড়াশুনো করার সময়

অনেকেই পড়াশুনো করার সময় এক জায়গায় বসে থাকতে পারেন না। বই নিয়ে ঘরে পায়চারি করতে করতে পড়া মুখস্থ করেন। এই অভ্যাস ভালো নয়। এই ভাবে পড়াশোনা করলে মন শান্ত হতে পারে না। জ্ঞানের অভাব হয় এবং সম্পূর্ণ শিক্ষা লাভ হয় না।

দাঁড়িয়ে স্নান করবেন না

এই কাজটি প্রায় সকলেই করে থাকেন। শাওয়ার চালিয়ে স্নান করেন। বাস্তুশাস্ত্র অনুসারে, স্নান অত্যন্ত পবিত্র একটি কাজ। কিন্তু তা দাঁড়িয়ে করা উচিত নয়। সব সময় বসে স্নান করা উচিত। দাঁড়িয়ে স্নান করলে ঘরে অশুভ শক্তি সঞ্চারিত হতে পারে। বসে স্নান করলে কেবল শরীরই নয়, মনও পবিত্র হয় বলেই বিশ্বাস।

You might also like!