
কলকাতা, ১৬ নভেম্বর : বাছাইপর্বে ক্যারিবিয়ান অঞ্চলের ক্ষুদ্র দ্বীপ-রাষ্ট্র কুরাসাও শনিবার বারমুডাকে হারায় ৭-০ গোলে। এই জয়ে পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে কনকাকাফ অঞ্চলের বাছাইয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠেছে দলটি। আগামী বুধবার দ্বিতীয় স্থানে থাকা জ্যামাইকার বিপক্ষে হার এড়াতে পারলেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করবে কুরাসাও। মাত্র এক লক্ষ ৫৬ হাজার জনসংখ্যা আর ৪৪৪ বর্গকিলোমিটার আয়তনের দ্বীপ কুরাসাও, যা আকারে আইল অব ম্যানের চেয়েও ছোট। তারাই এখনও আইসল্যান্ডকে ছাড়িয়ে সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে ওঠা থেকে মাত্র ১ পয়েন্ট দূরে।
