
নয়াদিল্লি, ৩ নভেম্বর : “২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রতিটি সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন!” এক্সবার্তায় এই প্রতিক্রিয়া জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি লিখেছেন, “ভারতীয় মহিলা ক্রিকেটাররা প্রথমবারের মতো এটি জিতে ইতিহাস তৈরি করেছেন। তাঁরা ভালো খেলছেন এবং তাঁদের প্রতিভা এবং পারফরম্যান্সের সাথে মানানসই ফলাফল পেয়েছেন। এই গুরুত্বপূর্ণ মুহূর্তটি মহিলা ক্রিকেটকে আরও উচ্চ মানে নিয়ে যাবে। মেয়েরা যেভাবে ভারতকে গর্বিত করেছে তার আমি প্রশংসা করি।
My heartiest congratulations to each and every member of the Indian women cricket team on winning the ICC Women’s Cricket World Cup 2025! They have created history by winning it for the first time. They have been playing well and today they got the result befitting their talent…
— President of India (@rashtrapatibhvn) November 2, 2025
