Game

1 hour ago

Brazil vs Senegal: সেনেগালের বিপক্ষে জয় পেল ব্রাজিল

Brazil national football team players celebrate
Brazil national football team players celebrate

 

লন্ডন, ১৬ নভেম্বর  : আড়াই বছর আগে প্রীতি ম্যাচে সেনেগালের বিপক্ষে ৪-২ ব্যবধানে হেরেছিল ব্রাজিল। কার্লো আনচেলত্তির অধীনে এবার সে প্রতিশোধ তুলে নিলো সেলেসাওরা। লন্ডনে শনিবার এস্তেভাও উইলিয়ান ও ক্যাসেমিরোর গোলে সেনেগালকে ২-০ ব্যবধানে হারালো ব্রাজিল। মানেদের বিপক্ষে তিনবারের দেখায় এটি প্রথম জয় ভিনিদের। মুখোমুখি হওয়া অন্য ম্যাচে ২০১৯ সালে ১-১ গোলে ড্র করেছিল দুদল। আগামী ১৮ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বছর শেষ করবে সেলেসাওরা।

You might also like!