Game

1 hour ago

Rising Stars Asia Cup: ভারতীয় ক্রিকেটের নতুন সেনসেশন বৈভাব সুরিয়াভানশি, ৪২ বলে করলেন ১৪৪ রান!

Vaibhav Suryavanshi
Vaibhav Suryavanshi

 

দোহায়, ১৫ নভেম্বর  : এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরশাহী বিপক্ষে খুনে ইনিংসটি খেলেছেন এই ভারতীয় বিস্ময় বালক। চার-ছক্কার বৃষ্টি ঝরিয়ে উপহার দিলেন অসাধারণ এক ইনিংস। দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের প্রথম দিন শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীর বিপক্ষে ১৪৪ রানের খুনে ইনিংস খেলেন সুরিয়াভানশি। ভারত ‘এ’ দলের ওপেনারের ৪২ বলের ইনিংসটি গড়া ১৫ ছক্কা ও ১১ চারে। টর্নেডো ইনিংসটি খেলার পথে ৩২ বলে সেঞ্চুরি স্পর্শ করেন সুরিয়াভানশি। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে টি-২০ তে এটি যৌথভাবে দ্বিতীয় দ্রুততম শতক। ৩২ বলে সেঞ্চুরি আছে রোহিত শার্মা ও ঋষভ পন্থ। ভারতীয়দের মধ্যে এই সংস্করণে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি উর্ভিল প্যাটেল ও আভিশেক শার্মার। দুইজনই ২৮ বলে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেয়েছিলেন।

You might also like!