
মুম্বই, ১৪ নভেম্বর : চূড়ান্ত হল আইপিএলের নিলামের তারিখ ও ভেন্যু। আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে অনুষ্ঠিত হবে ১৬তম আসরের নিলাম। এই নিয়ে টানা তৃতীয় বারের মতো বিদেশের মাটিতে হবে আইপিএলের নিলাম। ২০২৪ সালে প্রথমবার দুবাইতে অনুষ্ঠিত হয়েছিল আইপিএলের নিলাম। গত বছর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয় মেগা নিলাম।
এবারের মিনি নিলাম হবে আবু ধাবিতে। আগামী ১৫ নভেম্বর দুপুর ৩ টার মধ্যে দলগুলোকে জানিয়ে দিতে হবে, ২০২৬ আসরের জন্য কোন খেলোয়াড়দের ধরে রাখবেন তাঁরা। সেই তালিকা আবার পাঠাতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। তালিকা পাওয়ার পর দলগুলির কাছে ভারতীয় ক্রিকেট বোর্ড পাল্টা একটি তালিকা পাঠাবেন। সেখানে তাঁদের নাম থাকবে যারা নিলামে নামবেন। সেই তালিকা দেখে নিজেদের পরিকল্পনা ঠিক করে নেবে দলগুলো। ১৫ মার্চ থেকে ৩১ মে-র মধ্যে আগামী আইপিএল হওয়ার কথা। তার আগে দল গোছানোর লড়াইয়ে নামবে ১০ দল।
