Country

2 hours ago

Patna Election 2025: বিহারে ভালো ও শক্তিশালী সরকার গঠনের আহ্বান রাম কৃপালের

Ram Kripal Yadav
Ram Kripal Yadav

 

দানাপুর, ৬ নভেম্বর : বিহারে ভালো ও শক্তিশালী সরকার গঠনের আহ্বান জানালেন রাম কৃপাল যাদব। দানাপুর বিধানসভা আসনের বিজেপি প্রার্থী রাম কৃপাল যাদব বৃহস্পতিবার সকালে পাটনার একটি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন। নিজেও ভোট দিয়েছেন, জনগণকেও রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাম কৃপাল যাদব বলেন, "আমি সকল ভোটারদের কাছে আবেদন করছি, বুথে যান, ভোট দিন এবং একটি ভালো ও শক্তিশালী সরকার গঠন করুন। দানাপুরের জনপ্রতিনিধিরা সেখানে কোনও কাজ করেননি। সেখানে উন্নয়নমূলক কাজ স্থগিত রয়েছে। মানুষ চিন্তিত এবং সেখানে অপরাধের ঘটনা বাড়ছে। তাঁরা এর থেকে মুক্তি চায়। এটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন।"

You might also like!