
জাগরেব, ১৫ নভেম্বর : এক ম্যাচ হাতে রেখেই লক্ষ্য পূরণ করল ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া। ঘরের মাঠে শুক্রবার রাতে বাছাইপর্বের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে ক্রোয়াটরা ফারো আইল্যান্ডসের বিরুদ্ধে।ম্যাচের ষোড়শ মিনিটে ডেভিডের গোলে পিছিয়ে পড়ার সাত মিনিট পর সমতা টানেন ইয়োশকো ভার্দিওল।এরপর ৫৭তম মিনিটে পেতার মুসার লক্ষ্যভেদে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। আর ৭০তম মিনিটে নিকোলা ভ্লাসিচের গোলে জিতে সরাসরি বিশ্বকাপে ওঠার আনন্দে মাঠ ছাড়ে ২০১৮ বিশ্বকাপের রানার্সআপরা। এবারের বাছাইয়ে এখনও পর্যন্ত অপরাজিত ক্রোয়েশিয়া সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে মূল পর্ব নিশ্চিত করল। ১৯ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন তারা। ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে চেক রিপাবলিক। তারা খেলবে প্লে-অফ।
ম্যাচের ষোড়শ মিনিটে ডেভিডের গোলে পিছিয়ে পড়ার সাত মিনিট পর সমতা টানেন ইয়োশকো ভার্দিওল।এরপর ৫৭তম মিনিটে পেতার মুসার লক্ষ্যভেদে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। আর ৭০তম মিনিটে নিকোলা ভ্লাসিচের গোলে জিতে সরাসরি বিশ্বকাপে ওঠার আনন্দে মাঠ ছাড়ে ২০১৮ বিশ্বকাপের রানার্সআপরা। এবারের বাছাইয়ে এখনও পর্যন্ত অপরাজিত ক্রোয়েশিয়া সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে মূল পর্ব নিশ্চিত করল। ১৯ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন তারা। ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে চেক রিপাবলিক। তারা খেলবে প্লে-অফ।
