Game

1 hour ago

IPL 2026: আন্দ্রে রাসেলকে ছেড়ে দিল কলকাতা

Andre Russell has been released by the Kolkata Knight Riders
Andre Russell has been released by the Kolkata Knight Riders

 

কলকাতা, ১৬ নভেম্বর  : কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে আন্দ্রে রাসেলের দীর্ঘ সম্পর্কের সমাপ্তি ঘটল। ২০২৬ সালের আইপিএলের নিলামের আগে রাসেলকে ছেড়ে দিল ফ্র্যাঞ্চাইজিটি। গত আসরের দল থেকে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার শেষ দিন ছিল শনিবার। এদিন সন্ধ্যায় ১০ ফ্র্যাঞ্চাইজির ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। কলকাতা যে ১২ জন খেলোয়াড়কে ধরে রেখেছে, সেখানে নাম নেই রাসেলের। ২০১৪ সালের আসর থেকে কলকাতার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০১৪ ও ২০২৪ সালে কলকাতার শিরোপা জয়ী দলের অংশও ছিলেন তিনি।

গত আইপিএলের মেগা নিলামের আগে ১২ কোটি কোটিতে তাঁকে ধরে রেখেছিল কলকাতা। সেবার ১৩ ম্যাচ খেলে খুব ভালো পারফরমেনস করতে পারেননি। ওভারপ্রতি ১১.৯৪ করে রান দিয়ে উইকেট নিতে পারেন কেবল ৮টি। ১৮.৫৬ গড় ও ১৬৩.৭৩ স্ট্রাইক রেটে রান করেন ১৬৭। ফিফটি ছিল একটি। সামগ্রিকভাবে রাসেলের আইপিএল কেরিয়ার বেশ উজ্জ্বল। ১৪০ ম্যাচে ১৭৪.১৮ স্ট্রাইক রেটে রান আড়াই হাজারের বেশি। উইকেট আছে ১২৩টি।

You might also like!