
গাজোল, ৮ নভেম্বর :- শনিবার সকালে গাজোলের দেওতলা এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, বোল্লা কালী মেলা থেকে মালদার উদ্দেশ্যে ফেরার পথে একটি ছোট গাড়ি বেপরোয়া গতিতে এসে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক পিকআপ ভ্যানকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার ফলে ভ্যানটি এক পাশে হেলে পড়ে যায় এবং রাস্তায় বসে থাকা এক ব্যক্তি গুরুতরভাবে জখম হন। আহত ওই ব্যক্তির নাম ওম প্রকাশ সাহা (৪৭)। তাঁকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। তাঁদের দাবি, ওই রাস্তায় অতিরিক্ত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, তাই অবিলম্বে বাম্পার তৈরি করতে হবে। বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা ধরে জাতীয় সড়ক অবরোধ করে রাখে, ফলে দুই দিকেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।
