Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

West Bengal

1 month ago

Road accident gajol malda : গাজোলে ৫১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা; আহত ১, পথ অবরোধ

Road accident gajol malda (symbolic picture)
Road accident gajol malda (symbolic picture)

 

গাজোল, ৮ নভেম্বর :- শনিবার সকালে গাজোলের দেওতলা এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, বোল্লা কালী মেলা থেকে মালদার উদ্দেশ্যে ফেরার পথে একটি ছোট গাড়ি বেপরোয়া গতিতে এসে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক পিকআপ ভ্যানকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার ফলে ভ্যানটি এক পাশে হেলে পড়ে যায় এবং রাস্তায় বসে থাকা এক ব্যক্তি গুরুতরভাবে জখম হন। আহত ওই ব্যক্তির নাম ওম প্রকাশ সাহা (৪৭)। তাঁকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। তাঁদের দাবি, ওই রাস্তায় অতিরিক্ত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, তাই অবিলম্বে বাম্পার তৈরি করতে হবে। বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা ধরে জাতীয় সড়ক অবরোধ করে রাখে, ফলে দুই দিকেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।


You might also like!