Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

Life Style News

2 months ago

Relationship Advice: বয়ফ্রেন্ডের 'নো রিপ্লাই' মেসেজ আপনাকে কষ্ট দিচ্ছে? এই কঠিন সময়ে নিজের যত্ন নেবেন যেভাবে!

Relationship Advice for Couple
Relationship Advice for Couple

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রিয়জনের কাছে মনের কথা জানিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন। মেসেজটি তার কাছে পৌঁছেও গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত 'ব্লু টিক' দেখাচ্ছে না। আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কখন সে মেসেজটি দেখবে এবং উত্তর দেবে। এভাবে হয়তো একটা দিনও কেটে গেল, কিন্তু কোনো রিপ্লাই এল না। এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে অনেকেই যান। মেসেজের উত্তর বা টেক্সট না এলে মনের মধ্যে দুশ্চিন্তা এবং উদ্বেগ (Anxiety) কাজ করতে শুরু করে। মনে রাখবেন, উল্টো দিকের মানুষটি আপনাকে উত্তর দেবে কি না, তা সম্পূর্ণভাবে আপনার নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু এই পরিস্থিতিতে মানসিকভাবে নিজেকে কীভাবে সামলে নেবেন, সেই কৌশলগুলি জেনে রাখা অত্যন্ত জরুরি।

তাড়াহুড়ো নয়— অনেক সময়ে মানুষ ব্যস্ত থাকায় রিপ্লাই দিতে পারে না। কিংবা কোনও সমস্যার মধ্যে পড়ে কথা বলার সময় পায় না। তাই তাড়াহুড়ো করবেন না। সময় নিন। যদি দেখেন কয়েক দিন পেরিয়ে গেল তবু কোনও কথা নেই, তখন পুনরায় ম্যাসেজ বা কল করতে পারেন।

শান্ত থাকুন— টেক্সটের রিপ্লাই আসছে না দেখে বার বার ম্যাসেজ করার ভুল করবেন না। এতে উল্টো দিকে থাকা মানুষটি আপনার উপর বিরক্ত হতে পারে। এতে সম্পর্কও নষ্ট হতে পারে। তাই শান্ত থাকুন।

মোবাইল চেক করবেন না— ম্যাসেজ পাঠিয়ে ঘন ঘন মোবাইল চেক করবেন না। এতে আরও অ্যাংজ়াইটি বাড়ে। বরং, এই সময়ে অন্য কাজে মন দিন। একই কথা, একই মানুষের কথা বার বার ভাবলে নিজেই শান্তিতে থাকতে পারবেন না। তাই এই সময়ে নিজেকে ব্যস্ত রাখুন। যে কাজ করলে মন ভালো থাকে, সেটা করুন। এতে অ্যাংজ়াইটি এড়াতে পারবেন।

You might also like!