শ্রীনগর, ১০ ফেব্রুয়ারি : ধীরে ধীরে শীতের দাপট কমছে কাশ্মীরে, সোমবার সকালে শ্রীনগরের নূন্যতম তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৩.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আর তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই কনকনে ঠান্ডাও অনেকটাই কমেছে। এদিন শ্রীনগরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১০.০ ডিগ্রি সেলসিয়াস।
শুধুমাত্র শ্রীনগর নয়, জম্মু ও কাশ্মীরের অন্যত্রও বৃদ্ধি পেয়েছে নূন্যতম তাপমাত্রা। ঠান্ডা অনেকটাই কমেছে জম্মুতেও। তবে, এই মুহূর্তে বরফের চাদরে ঢেকে রয়েছে জম্মু ও কাশ্মীরের ডোডা। বরফের চাদরের মধ্যেই সোমবার সকালে টহল দিতে দেখা যায় সেনাবাহিনীর জওয়ানদের।