কলকাতা, ১৮ ফেব্রুয়ারি : বুধবার থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। চ্যাম্পিয়নস ট্রফিতে উত্তাপ ছড়াচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ। র্যাঙ্কিংয়ের সেরা ৮ টি দল রয়েছে দুই গ্রুপে। গ্রুপ এ’তে আছে আগের ৩ চ্যাম্পিয়ন। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড। ওদের সঙ্গী বাংলাদেশ। নামে-ভারে এগিয়ে সবশেষ আইসিসি ইভেন্ট টি-২০ বিশ্বকাপ জয়ী রোহিত শর্মারা। ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল ভারত। আর ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয় ভারত।
এবার ভারতের স্কোয়াডে আছে ৫ স্পিনার। অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা। দুবাইয়ের উইকেট বিবেচনায় ভারতের এমন সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। বুমরাহ এবার নেই চ্যাম্পিয়নস ট্রফিতে। তার শূন্যতা পূরণ করতে মুখিয়ে আছেন আর্শদ্বীপ সিং, মোহাম্মদ শামিরা। ইন ফর্ম শুভমান গিল, এক্স ফ্যাক্টর ঋষভ পন্থ। সঙ্গে রোহিত, কোহলির মত কিংবদন্তিরা দলটির ব্যাটিং নিউক্লিয়াস।
আয়োজক পাকিস্তান শেষ আসরের চ্যাম্পিয়ন। ঘরের মাঠে খেলা থাকলেও প্রত্যাশার চাপ থাকবে বাবর-রিজওয়ানদের।পাকিস্তান দল পেস নির্ভর স্কোয়াড, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, হারিস রউফের মতো তারকারা থাকছেন। স্পিনে ভরসা লেগি আবরার আহমেদ। এছাড়া ব্যাট হাতে আলো ছড়াতে তৈরি আছেন অধিনায়ক রিজওয়ান, বাবর, ফখর জামানরা।
কয়েকদিন আগে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। সেই আত্মবিশ্বাস নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করবে ব্ল্যাকক্যাপরা। অবশ্য ইনজুরির কারণেচ্যাম্পিয়নস ট্রফিতে তারা পাচ্ছে না তাদের তারকা পেসার বেন সিয়ার্সকে। তারপরও তারা দ্বিতীয় শিরোপার দাবিদার। কারণ, অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে গড়া ব্ল্যাকক্যাপ স্কোয়াড। কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, কনওয়েরা আছেন দলে ।
আর এই চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ। গত আসরে সেমি খেলেছিল টিম টাইগাররা। তবে সেবারের দলের একঝাঁক ক্রিকেটার নেই এবারের দলে। তামিমের অবসর আর সাকিবের শূন্যতা থাকবে। টিম ম্যানেজমেন্টকে অভয় দিচ্ছে তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানাদের পেস ইউনিট। লেগি রিশাদ হাসান হতে পারেন তুরুপের তাস।