কাবেরী: প্রযুক্তির অগ্রগতির যুগে মানবিক মূল্যবোধও অটুট রাখতে হবে। জোর দিয়ে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কর্ণাটকের কাবেরীতে আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারের উদ্যোগে আয়োজিত দশম আন্তর্জাতিক মহিলা সম্মেলনে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি এদিন বলেছেন, প্রযুক্তির অগ্রগতির বর্তমান এই যুগে আমাদের মানবিক মূল্যবোধ যেন অটুট থাকে, তা অবশ্যই নিশ্চিত করতে হবে। শুক্রবার বেঙ্গালুরুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানান কর্ণাটকের রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট। উল্লেখ্য, শনিবার ঝাড়খণ্ডের রাঁচিতে বিআইটি মেসরার প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি।