kolkata

5 days ago

Sealdah: শিয়ালদহ স্টেশনের সামনে উড়ালপুলের নীচে আগুন, পুড়ল একাধিক দোকান

Fire breaks out under flyover in front of Sealdah station
Fire breaks out under flyover in front of Sealdah station

 

কলকাতা, ১৪ ফেব্রুয়ারি : ফের অগ্নিকাণ্ড কলকাতায়! এবার আগুন লাগল শিয়ালদহ স্টেশনের সামনে উড়ালপুলের নীচে। বৃহস্পতিবার রাতের ওই অগ্নিকাণ্ডে একাধিক দোকান ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। পরে আরও তিনটি ইঞ্জিন আসে। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাও। তবে কী ভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।

বৃহস্পতিবার রাত পৌনে ১১টা নাগাদ উড়ালপুলের তলার চা ও ফল দোকানের কোনও একটিতে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে শিয়ালদহ উড়ালপুলের উপর থেকেই আগুন নেভানোর চেষ্টা করে দমকল। অগ্নিকাণ্ডের ফলে এলাকায় যান চলাচল থমকে যায়। ঘটনাস্থলে রেল পুলিশের পাশাপাশি হাজির হয় মুচিপাড়া থানার পুলিশও। অনেক চেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে।

You might also like!