দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সামনের সপ্তাহে শুরু হবে মালব্য রাজযোগ। এই সময় কয়েকটি রাশির জাতক-জাতিকারা সৌভাগ্যলাভ করতে পারেন। জ্যোতিষমতে, এই এই সময়ে অনেকের ভাগ্য খুলে যেতে পারে। 17 ফেব্রুয়ারি ২০২৫ সোমবার থেকে যে সপ্তাহ শুরু হতে চলেছে, সেই সময় মীন রাশিতে গঠিত হবে মালব্য রাজযোগ। ফলে সময়টা ভালো যাবে।জ্যোতিষ গবেষকরা বলছেন, অত্যন্ত শুভ এই যোগের প্রভাবে পাঁচ রাশির জাতক-জাতিকারা দারুণ ভাগ্যবান হতে চলেছেন । দেখে নিন এই রাশির তালিকায় কারা রয়েছেন।
মেষ রাশি
ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ মেষ রাশির জাতকদের জীবনে বিশেষ সাফল্য বয়ে নিয়ে আসছে । সপ্তাহের শুরুতেই কর্মক্ষেত্রে এই রাশির জাতকেরা বড় কোনও সম্মান পেতে চলেছেন বলে মনে করা হচ্ছে । আপনার করা কোন কাজের প্রশংসায় পঞ্চমুখ হবে সকলেই। সিনিয়র অফিসার ও সহকর্মীদের প্রশংসা মিলতে পারে। আগামী সপ্তাহে নাটকীয়ভাবে কোনও বড় সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এই রাশির জাতকরা।
বৃষ রাশি
মালব্য রাজযোগের প্রভাবে আগামী সপ্তাহেবৃষ রাশির জাতকরা সুখ ও সমৃদ্ধি লাভ করতে পারেন । এই সময় বাবা মা ও গুরুজনদের সহায়তা ও আশীর্বাদ লাভ করবেন। বজায় থাকবে পরিবারে সুখ ও শান্তির পরিবেশ । জ্যোতিষ বলছে এই রাশির জাতকেরা ১০ থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যে সঙ্গীর সঙ্গেও খুব ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। অতীতের বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকরা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহটি দারুণ আনন্দে কাটাবেন । আপনি বড় কিছু অর্জন করতে পারবেন এই সপ্তাহেই । কোনও প্রিয় মানুষের আগমন ঘটতে পারে আপনার জীবনে। পরিবারের সঙ্গে পিকনিক ও ঘোরাঘুরি করেও কাটাতে পারবেন এই সময়টাতে। মিথুন রাশির জাতকরা আগামী সপ্তাহে বড় লাভবান হতে চলেছেন আর্থিক ভাবে ।
সিংহ রাশি
আপনি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন যে সাফল্য পাওয়ার জন্য , মালব্য রাজযোগের প্রভাবে তা সহজেই পেয়ে যেতে পারেন আগামী সপ্তাহে । এই সময়ে দাম্পত্য জীবনেও খুব সুন্দর সময় আসবে সিংহ রাশির জাতকদের । কর্মক্ষেত্রের পরিস্থিতিও অনুকূলে থাকার ইঙ্গিত পাবেন আপনি । নিজের সব কাজ খুব সুন্দর করে গুছিয়ে সম্পূর্ণ করে তুলতে পারবেন আপনি। উপার্জনের নতুন পথ খুলে যাওয়ার আনন্দে এই সময়ে আপনার মনে থাকবে আনন্দ ।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের জীবনে সুসময় আসছে সোমবার থেকে । আপনি নিজের পরিশ্রমের সম্পূর্ণ সুফল পেতে পারেন আগামী এক সপ্তাহের মধ্যে । কর্মক্ষেত্রে যদি কোন সমস্যা থেকে থাকে তার থেকেও মুক্তি পেতে পারেন আপনি। আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো হবে বলে মনে করা হচ্ছে । পরিবারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে। আপনার নেওয়া কোনও বড় সিদ্ধান্তের পাশে পরিবারের সবাইকে কাছে পেয়ে মনোবল বাড়বে।