লিভারপুল, ১৭ ফেব্রুয়ারি : রবিবার রাতে ঘরের মাঠে উলভারহ্যাম্পটনের বিপক্ষে কষ্টার্জিত জয় পেল লিভারপুল। তারা ২-১ গোলে জয় পেল। আর এই জয়ে দুইয়ে থাকা আর্সেনালের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে গেল অলরেডরা। তবে ২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক লিভারপুল। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে একটি গোল শোধ দেয় উলভস।
অ্যানফিল্ডে এদিন ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় লিভারপুল দিয়াজের গোলে। ৩৫ মিনিটে আসে দ্বিতীয় গোল। প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কাটিয়ে বক্সে ঢুকেন দিয়াজ। কিন্তু গোলরক্ষক এগিয়ে এসে তাঁকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
উলভসের খেলোয়াড়রা এর প্রতিবাদ জানালেও কিছু লাভ হয়নি, ভিএআরে অপরিবর্তিত থাকে সিদ্ধান্ত। এই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। স্পট কিক থেকে এই আসরে নিজের ২৩তম গোলটি করেন তিনি। তার চেয়ে ৪ গোল কম করে তালিকার দুইয়ে আছেন আর্লিং হলান্ড। আর লিভারপুলের জার্সিতে চলতি মরসুমে সালাহর মোট গোল হয়ে গেল ১৬টা।
৬৭তম মিনিটে ব্যবধান কমায় সফরকারীরা। সতীর্থের পাস পেয়ে বডি ডজে একজনকে কাটিয়ে বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কুইয়া।এই জয়ে লিভারপুল ২৫ ম্যাচে ১৮ জয় ও ৬ ড্রয়ে তাদের পয়েন্ট ৬০। এই জয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো লিভারপুল। দুইয়ে থাকা আর্সেনালের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে গেল অলরেডরা। আর অবনমন অঞ্চল থেকে মাত্র ২ পয়েন্ট দূরে আছে উলভস।