Country

4 days ago

Lalu Prasad Yadav: রেলের অব্যবস্থাই দায়ী, পদপিষ্টের ঘটনায় সরব লালুপ্রসাস যাদব

Lalu Prasad Yadav
Lalu Prasad Yadav

 

পাটনা, ১৬ ফেব্রুয়ারি : নতুন দিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। এই পদপিষ্টের ঘটনার জন্য রেলকে দায়ী করেছেন লালু। রবিবার সকালে পাটনায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লালুপ্রসাদ যাদব বলেছেন, "ঘটনাটি খুবই দুঃখজনক এবং আমি নিহতদের প্রতি সমবেদনা জানাই। এটি রেলের অব্যবস্থাপনা, যার ফলে এত মানুষের প্রাণহানি ঘটেছে।"

লালুপ্রসাদ যাদব আরও বলেছেন, রেলমন্ত্রীকে দায়িত্ব নেওয়া উচিত। 'কুম্ভের অর্থ কোথায়? কুম্ভ ফালতু। উল্লেখ্য, শনিবার রাতে নতুন দিল্লি রেল স্টেশনে যাত্রীদের ভিড় এবং ধাক্কাধাক্কির মধ্যে পড়ে তিন শিশু, ১৪ মহিলা-সহ অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। শনিবার রাত ১০টা নাগাদ পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।


You might also like!