নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি : হোয়াইট হাউসে প্রেসিডেন্টের চেয়ারে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর প্রথমবার আমেরিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে আমেরিকায় পা রেখেই মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গে ভারত-আমেরিকার সম্পর্কের একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। নিজের সোশ্যাল মিডিয়ায় তুলসি গ্যাবার্ডের সঙ্গে বৈঠকের ছবি শেয়ার করেছেন মোদী।