Game

4 days ago

La Liga 2024-25: টানা ৩ ম্যাচে জিততে পারল না কার্লো আনচেলত্তির দল

Osasuna vs Real Madrid
Osasuna vs Real Madrid

 

মাদ্রিদ, ১৬ ফেব্রুয়ারি  : লা লিগার ম্যাচে শনিবার রাতে ওসাসুনার মাঠে ১-১ ড্র করেছে রিয়াল মাদ্রিদ ওসাসুনার বিরুদ্ধে। জুড বেলিংহ্যামের লাল কার্ডের পরই রিয়াল রিয়াল মাদ্রিদ ম্যাচ থেকে হারিয়ে গেল। আক্রমণাত্মক ফুটবল আর খেলতে পারল না। সুযোগটা কাজে লাগালো ওসাসুনা। ৫৮ মিনিটে পেয়ে গেল পেনাল্টি। সেটা থেকেই গোল করে দলকে এক পয়েন্ট এনে দিলেন আন্তে বুদেমির। ১৫ মিনিটে কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল।

প্রায় ৫৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৭টি শট নেয় রিয়াল, এর ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, ওসাসুনার ১১ শটের ৪টি ছিল লক্ষ্যে। ম্যাচে ১৫ জয় ও ৬ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষেই আছে রিয়াল। ২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আতলেতিকো মাদ্রিদ। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা। ৩৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে সাতে উঠে এসেছে ওসাসুনা।


You might also like!