West Bengal

3 hours ago

Gangasagar Mela 2025: মাঘী পূর্ণিমার পুণ্যলগ্ন, গঙ্গাসাগরে আস্থার ডুব দিলেন লক্ষাধিক পুন্যার্থী

Gangasagar Mela 2025
Gangasagar Mela 2025

 

গঙ্গাসাগর, ১২ ফেব্রুয়ারি : গঙ্গাসাগর মেলার পর আবারও পুণ্য লাভের আশায় দুরদূরান্ত থেকে পুণ্যার্থীরা এসে ভিড় জমিয়েছেন গঙ্গাসাগরে। মাঘী পুর্ণিমা উপলক্ষ্যে বুধবার সকাল থেকে শুরু হয়েছে পুণ্যস্নান। পুণ্যস্নানের পর কপিল মুনির আশ্রমে পুজো দিয়েছেন ভক্তরা। পুণ্যার্থীদের নিরাপত্তা দিতে ব্লক প্রশাসনের পক্ষ থেকে নামানো হয়েছে সিভিল ডিফেন্সের কর্মীদের। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। স্থলপথ ও জলপথে চলছে নজরদারি।

পুণ্যস্থান ছেড়ে যাতে পুণ্যার্থীরা সুষ্ঠুভাবে বাড়ি ফিরতে পারে সেই দিকে নজর রেখেছে প্রশাসন। পুন্যার্থীদের আশা ও যাওয়ার সুবিধার্থে বাড়ানো হয়েছে বাস ও ভেসেল। এছাড়াও ২টি বার্জ চলছে মুড়িগঙ্গা নদীতে। জন জনস্বাস্থ্য কারিগরি দফতরের পক্ষ থেকে পানীয় জল ও ভ্রাম্যমান শৌচাগার তৈরী করা হয়েছে। মেলা চত্বরে অতিরিক্ত পুলিশেরও ব্যবস্থা করা হয়েছে। ১ এবং ৫, ও ৬ নম্বর স্নানের ঘাটে চলছে পুণ্যস্নান। আলোর রোশনায় সাজিয়ে তোলা হয়েছে কপিল মুনির আশ্রম। রয়েছে প্রায় ১৫টি সিসিটিভি ক্যামেরা, তিনটি যাত্রী নিবাস।

হিন্দু ক্যালেন্ডারের মাঘ মাসে পূর্ণিমা হওয়ার দিনটিকে মাঘী পূর্ণিমা বলা হয়। এই দিনটি হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মাবলম্বীই পালন করেন। মাঘী পূর্ণিমার বিশেষত্ব এই দিনে ঋষি ও সন্ন্যাসীরা এক মাস ব্যাপী বিরত থাকার সমাপ্তি ঘোষণা করেন। এই দিনে চাঁদের উপাসনা করা হয়। এই দিনে বুদ্ধ ও বিষ্ণু পূজা করা হয়। এই দিনে তীর্থ স্নান করা হয়। বিশ্বাস করা হয়, এই দিনে উপবাস ও প্রার্থনা করলে জীবনের সমস্ত উদ্বেগ দূর হয়। তাই দূরদূরান্ত থেকে পুণ্যার্থীরা এসে পুণ্য লাভের আশায় ডুব দিচ্ছে গঙ্গাসাগরে।

You might also like!