বারাণসী, ১ জুলাই : সমাজবাদী পার্টির সর্বভারতীয় সভাপতি অখিলেশ যাদবের ৫২ তম জন্মদিনে মঙ্গলবার জেলাজুড়ে সমাজবাদী পার্টির কর্মীরা বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত হয়ে উঠেছেন। দলের যুব শাখার রাজ্য সাধারণ সম্পাদক অজয় ফৌজি শ্রী সঙ্কট মোচন মন্দিরে বিশেষ পূজার আয়োজন করেন। অজয় ফৌজি প্রায় ২০০ মিটার দন্ডি কেটে মন্দিরে যাত্রা শেষ করেন এবং সঙ্কট মোচন হনুমান জির পায়ে প্রণাম করে অখিলেশ যাদবের দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করেন।
এছাড়া সপা কর্মীরা মন্দির প্রাঙ্গণে সম্মিলিতভাবে হনুমান চালিশা পাঠ করেন এবং তারপর ২০২৭ সালে অখিলেশ যাদবকে আবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী করার শপথ নেন। পূজার পর কর্মীরা মন্দিরের বাইরে পথচারীদের মধ্যে প্রসাদ বিতরণ করেন। মন্দিরে দর্শন-পূজা, যজ্ঞ, প্রসাদ বিতরণ এবং রক্তদানের মতো কর্মসূচির মাধ্যমে দলীয় কর্মীরা জন্মদিন উদযাপন করেন।